শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

সম্ভাব্য ট্রেনিং এর নামঃ বেসিক ট্রেনিং অব সিভি রাইটিং, ইন্টারভিউ প্রিপারেশন ও অফিস ম্যানারস৷

সম্মানিত প্রক্তনী,
আস সালামু অলাইকুম৷ যশোর পলিটেকনিক প্রাক্তনী সময়ের গুরুত্ব অনুধাবন করে, জব প্রিপারেশনের উপর একটি বা প্রয়োজনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনিং এর উদ্যোগ নিতে যাচ্ছে৷ আপনারা যারা উক্ত ট্রেনিং এ অংশ নিতে চান তারা jpidhaka@gmail.com এ সিভি সেন্ড করুন৷ সাবজেক্ট দিবেন (যেমন, Subject: CV of Kamal ET-2010 for training..) অর্থাৎ নাম, ডিপার্টমেন্ট, পাশের সন ৷ সম্ভাব্য ট্রেনিং এর নামঃ বেসিক ট্রেনিং অব সিভি রাইটিং, ইন্টারভিউ প্রিপারেশন ও অফিস ম্যানারস৷
সম্ভাব্য লোকেশনঃ আই ডি ই বি ভবন, কাকরাইল, ঢাকা৷
সম্ভাব্য তারিখঃ ঈদের ছুটির পর যে কোন একটি শুক্রবার৷
উৎসাহী সকল সদস্য প্রাক্তনীদের আবেদন করার অনুরোধ রইলো৷

(বিঃদ্রঃ যশোর পলিটেকনিক প্রাক্তনীর আজীবন ও সাধারন সদস্যদের কোন ফি প্রদান করা লাগবে না কিন্তু সিভি সেন্ড করতে হবে ৷ অপর দিকে যারা এখনো সদস্য হতে পারেন নাই, তাদের কে সদস্য হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷ আজীবন সদস্যদের চাঁদা ২০০০ টাকা ও নিবন্ধন ফি ১০০ টাকা এবং সাধারন সদস্যদের চাঁদা ৩০০ টাকা এবং নিবন্ধন ফি ১০০ টাকা)

ধন্যবাদান্তে,
মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রীস আলী
সভাপতি, যশোর পলিটেকনিক প্রাক্তনী

প্রচারে,
মোঃ কামাল হোসেন বিশ্বাস
যুগ্ম সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী
মোবাইলঃ ০১৯১৬ ৪১১৯৫২

জেপিপি সম্পর্কে জানতে চোখ রাখুনঃ www.jppbd.blogspot.com

চাকুরী বিষয়ক সম্পাদনা পরিষদ

চাকুরী বিষয়ক সম্পাদক: সিকদার আবুল কালাম আজাদ (১৯৮৮): 01716907320
সিকদার আবুল কালাম আজাদ

সহ চাকুরী বিষয়ক সম্পাদক: ভূঁইয়া এনামুল কবির (১৯৯৩): 01911326677
ভূঁইয়া এনামুল কবির


চাকুরী বিষয়ক সহযোগিতা পাবার জন্য ইমেইল করুন : jpidhaka@gmail.com